জেলার খবর

ফটিকছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সন্ত্রাসী আটক, বিদেশি অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গোপালঘাটিয়া এলাকায় বিশেষ অভিযানে একজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (৭ সেপ্টেম্বর) গুইমারা রিজিয়নের আওতায় লক্ষীছড়ি জোনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সেনা টহল দল জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১৯৯ রাউন্ড ০.২২ ক্যালিবারের গুলি, ব্ল্যাংক এ্যামোনিশন, ব্ল্যাংক কার্টিজ, একটি ওয়াইন বোতল, ২টি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন, একটি পেনড্রাইভ, ৩টি দা, ২টি ড্যাগার, চাবুকের চেইন, রাবার স্টিক এবং একটি রাইফেলের বাট উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, আটক সন্ত্রাসীকে আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। তারা মনে করছে, এ অস্ত্র ও সরঞ্জামগুলো কোনো সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের পরিকল্পিত কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারত।

অভিযান শেষে সেনা কর্মকর্তারা জানান, পাহাড়ি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনই তাদের প্রধান লক্ষ্য। এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা টহল দল সর্বদা সতর্ক অবস্থানে থাকবে।

মতামত দিন