জেলার খবর

প্রেমের টানে দায়িত্ব ভুলে প্রবাসীর স্ত্রী নিয়ে উধাও পুলিশ কর্মকর্তা

পাবনা প্রতিনিধি ॥ চাটমোহরে কর্তব্যরত অবস্থায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে আত্মগোপনে গেছেন এএসআই শাকিল আহমেদ, যা স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। শাকিল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা এবং চাটমোহর থানায় কর্মরত ছিলেন।

প্রবাসীর স্ত্রী মাসুরা খাতুন নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা। তার প্রথম বিয়ে হয় স্থানীয় এক যুবকের সঙ্গে, কিন্তু সে সংসার টেকেনি। পরবর্তীতে চাটমোহরের প্রবাসী শহীদের সঙ্গে প্রেম করে বিয়ে করেন মাসুরা। বিয়ের কিছুদিন পর শহীদ সৌদি আরবে চলে যান। স্বামীর পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় মাসুরা দুই সন্তান নিয়ে চাটমোহরের চৌধুরীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

এএসআই শাকিলের প্রথম সংসারও ভেঙে যায়। পরে তিনি এক নারী কনস্টেবলের সঙ্গে বিয়ে করে দুই সন্তানের জনক হন। প্রায় ছয় মাস আগে চাটমোহর থানায় বদলি হয়ে আসেন শাকিল। থানার পেছনের এলাকায় মাসুরার বাসা হওয়ায় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

১৪ আগস্ট মাসুরা ও শাকিল উধাও হয়ে গেলে উভয় পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দেয়। খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি। স্থানীয়রা ঘটনাটিকে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্টকারী বলে মন্তব্য করেছেন এবং শাস্তির দাবি জানিয়েছেন। সিনিয়র এএসপি আঞ্জুমা আক্তার বলেন, “তদন্ত শেষে শাকিলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন