জেলার খবর

প্রকৃত আহতদের বাদ দিয়ে সুবিধাভোগীদের তালিকাভুক্তির অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে এমআইএস ও সরকারি গেজেটে প্রকৃত আহত জুলাইযোদ্ধাদের বাদ দিয়ে সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রবিবার (৩১ আগস্ট) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বঞ্চিত যোদ্ধারা।

জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি জেলা শহরের পাঠাগার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা মানববন্ধন ও সমাবেশ করেন।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, তারা বারবার জেলা প্রশাসকের দ্বারস্থ হলেও সঠিকভাবে মূল্যায়ন পাননি। অথচ আন্দোলনে অংশ না নেওয়া বেশ কয়েকজনকে তালিকাভুক্ত করা হয়েছে। বক্তাদের ভাষায়, “যারা প্রকৃত আন্দোলনে ছিলেন, তাদের ডাকা হয় না। ডিসির পাশে কয়েকজন সুবিধাভোগী সবসময় থাকেন, তারাই তালিকায় নাম লেখান।”

তারা আরও বলেন, কিছুদিন আগে অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের এক অনুষ্ঠানে বরাদ্দ ছিল ৬ লাখ টাকা। কিন্তু সেই বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানো হয়নি। তারা এর বিস্তারিত হিসাব জনগণের সামনে প্রকাশের দাবি জানান।

প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে প্রকৃত আহতদের মূল্যায়ন করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, প্রকৃত আহতদের কাগজপত্র প্রেরণ করলে তা যাচাই করে গেজেটে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও দাবি করেন, বরাদ্দকৃত অর্থের ব্যয়ে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।

মতামত দিন