পেঁয়াজসহ সবজির মূল্য বৃদ্ধি বাজারে অস্থিরতা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ সরাইলের উচালিয়া পাড়ার মোড় বাজারসহ বিভিন্ন বাজারে সবজি ও নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। সপ্তাহের ব্যবধানে দাম আরও বাড়ছে। শাক-সবজি, মাছ-মাংস ও ডিমসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে।বাজারে বেগুন, মরিচ, করলা, বরবটি, টমেটো, পটোল, ঝিঙা, ঢ্যাঁড়সসহ সবজির দাম ৭০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। স্থানীয়রা বলেন, প্রতিদিনের খাবার জোগাড় করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে।
মুরগি ও মাছের বাজারেও দাম বেড়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০, সোনালি মুরগি ৩২০-৩৩০, দেশি মুরগি ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। বোয়াল মাছ ৭৫০-৯০০, রুই ৩৮০-৪৫০, পাঙাশ ১৮০-২৩০, পাবদা ও শিং ৪০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দামও বৃদ্ধি পেয়েছে।
দাম বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে বিক্রেতারা উল্লেখ করেছেন সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ। এতে সরবরাহ কমেছে এবং চাহিদা বেড়ে গেছে। পেঁয়াজের দামেও প্রভাব পড়েছে, পাইকারি কম হলেও খুচরা বাজারে দাম বাড়ছে।
ক্রেতারা সরকারের বাজার পর্যবেক্ষণ ও আমদানি বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন। বাজারে এমন অস্থিরতা সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে।
মতামত দিন