জেলার খবর

পুঁটি মাছেই শেষ সংসার—ঘাতক স্বামী থানায়

কুমিল্লা প্রতিনিধি ॥ কুমিল্লার মুরাদনগরে পুঁটি মাছ কাটাকাটি নিয়ে স্বামী-স্ত্রীর তুচ্ছ কলহ রূপ নেয় ভয়াবহ হত্যাকাণ্ডে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকার উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। মাছ কাটাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী বাছির উদ্দিন স্ত্রী মৌসুমী আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর ঘাতক স্বামী নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন।

বাছির উদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। নিহত মৌসুমী আক্তার (২৯) কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। তারা মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের আলাল মিয়ার বাড়িতে প্রায় আড়াই বছর ধরে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্র জানায়, বাছির উদ্দিন একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ বাজার থেকে পুঁটি মাছ কিনে নিয়ে বাসায় ফেরেন তিনি। মাছ কাটাকে কেন্দ্র করে মৌসুমী আক্তার আপত্তি জানান এবং মাছ স্বামীর দিকে ছুড়ে মারেন। এতে বাছির উত্তেজিত হয়ে গলায় চাপ দিয়ে স্ত্রীর শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজেই থানায় গিয়ে হত্যার কথা অকপটে জানান।

বাছির উদ্দিন বলেন, “আমার স্ত্রী আমাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে কষ্ট দিত। পুঁটি মাছ ছুড়ে মারার পর আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারিনি। হত্যার কোনো পূর্বপরিকল্পনা ছিল না।” তিনি আরও জানান, তাদের সংসারে চার বছর বয়সী জমজ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ভাড়া বাড়ির মালিক আলাল মিয়া বলেন, “দুজনই শান্ত স্বভাবের ছিল। কখনো ঝগড়ার শব্দ শুনিনি। কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, বুঝতে পারছি না।”

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “বাছির উদ্দিন নিজেই থানায় এসে জানায় সে তার স্ত্রীকে হত্যা করেছে। প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও পুলিশ ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী থানায় হেফাজতে রয়েছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা হতবাক হয়ে জানান, ছোটখাটো দাম্পত্য কলহ কীভাবে এত বড় ট্র্যাজেডিতে রূপ নিল, তা বুঝে উঠতে পারছেন না। একইসঙ্গে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এত অল্প বয়সী দুটি শিশুর ভবিষ্যৎ নিয়েও।

মতামত দিন