পিরোজপুরে হত্যাকাণ্ডে আসামীরা পেল কঠোর শাস্তি, ৬ জনের যাবজ্জীবন
পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় আজ রবিবার জেলা ও দায়রা জজ আদালত ৬ জনকে যাবৎজীবন কারাদণ্ড এবং একজনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে। বিচারক মোঃ মজিবুর রহমান রায় দেন। দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন, বাকীরা পলাতক।মামলায় দোষী সাব্যস্ত আসামীরা হলেন: এজাজ শরীফ, আক্কাস শরীফ, সাফায়েত শরীফ, শেফালী বেগম, হেপী বেগম, লিমা বেগম। দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামী এমরান। মামলার প্রমাণ ও সাক্ষ্য বিচার করে আদালত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।
২০১৪ সালের ১০ জুলাই রাতে আবুল কালাম শরীফকে আসামীদের বাড়ির পাশে ওৎ পেতে থাকা আসামীরা কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের ভাই হাকিম শরীফ পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পবলিক প্রসিকিউটর মোঃ ওয়ালিদ হাসান বাবু জানান, যাবৎজীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, এবং দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত এমরান ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড পাবেন। ১১ জন আসামীর মধ্যে দুই শিশু আদালতে পাঠানো হয়েছে এবং একজনকে বেকসুল খালাস দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের রায় কার্যকর হলে, এলাকাবাসী ও নিহতের পরিবার এটিকে ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন।
মতামত দিন