পিরোজপুরের তিন কৃতি শিক্ষার্থী মদিনা বিশ্ববিদ্যালয়ে সাফল্য
পিরোজপুর প্রতিনিধি ॥ সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৬১ তম সমাবর্তন অনুষ্ঠানে পিরোজপুর জেলার তিন কৃতি শিক্ষার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এই তিন শিক্ষার্থী হলেন: পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার শায়খ হাবীবুর রহমান সাইফী আল মাদানী, মঠবাড়িয়া থানার শায়খ হুমায়ুন কবির আল মাদানী এবং স্বরুপকাঠী উপজেলার শায়খ আব্দুর রউফ আল মাদানী।বিশ্ববিদ্যালয় থেকে এ বছর বিশ্বের ১১৪টি দেশের মোট ৩১২৮ জন শিক্ষার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এই মহা অনুষ্ঠানটি ছিল ঐতিহাসিক, যেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. সালিহ আল উকলা এবং মদিনার গভর্নর সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ আলে সৌদসহ বিভিন্ন আন্তর্জাতিক আলেমগণ উপস্থিত ছিলেন।
শায়খ হাবীবুর রহমান, শায়খ হুমায়ুন কবির, এবং শায়খ আব্দুর রউফ আল মাদানী তাদের মেধা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে তাদের শিক্ষা সম্পন্ন করেছেন, যা তাদের পরিবার ও জেলার জন্য একটি গর্বের বিষয়।
এই সফলতার মধ্য দিয়ে তারা শুধু নিজেদেরই নয়, বরং পিরোজপুর জেলা এবং বাংলাদেশের সম্মানও বাড়িয়েছেন। তাদের পরবর্তী লক্ষ্য ইসলামি শিক্ষা এবং সমাজ সেবা, যা তাদের দেশের মানুষের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
মতামত দিন