পা পিছলে পড়ে লোহার রডে বিদ্ধ শ্রমিকের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বসুরহাট পৌরসভার কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম মো. আকাশ (২০)। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পত্নীচান গ্রামের হারুনুর রশীদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ করার সময় পা পিছলে তিনি নিচে পড়ে গলার নিচ থেকে বুকের ডান পাশে রড ঢুকে গুরুতর জখম হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা একেবারেই পর্যাপ্ত নয়। সুরক্ষার অভাবেই এমন দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে তারা নির্মাণ কাজে হেলমেট, সেফটি বেল্টসহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহারের বাধ্যবাধকতা আরোপের দাবি জানিয়েছেন।
মতামত দিন