পায়রায় আট দফা দাবিতে ক্ষতিগ্রস্তদের আন্দোলন, কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জমি হারানো পরিবারগুলোর আন্দোলন জোরদার হচ্ছে। শুক্রবার সকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় শিক্ষিত বেকার যুব সমাজ মানববন্ধন করে চাকরি ও জমির তিনগুণ মূল্য প্রদানের দাবি জানান।মানববন্ধনে অংশ নিয়ে আন্দোলনের সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর বলেন, “বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি পরিবার থেকে একজনকে চাকরি দেবে এবং জমির প্রকৃত মূল্যের তিনগুণ পরিশোধ করবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।”
তিনি অভিযোগ করেন, উল্টো নিরীহ গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আরও বিপর্যস্ত হয়ে পড়ছে।
আন্দোলনকারীরা জানান, তারা শুধু চাকরি ও ক্ষতিপূরণই নয়, আট দফা দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ দাবি না মানলে তাদের বাধ্য হয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে হবে।
অংশগ্রহণকারীরা বলেন, “আমাদের জমি গেছে, জীবিকার পথ বন্ধ হয়েছে। প্রতিশ্রুতি পূরণ না হলে আমরা আরও বৃহৎ আন্দোলনে নামবো।”
মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের প্রতি একাত্মতা প্রকাশ করে দ্রুত তাদের ন্যায্য দাবি পূরণের আহ্বান জানান।
মতামত দিন