পাল্টাপাল্টি সমাবেশে রাজাপুরে ১৪৪ ধারা জারি
ঝালকাঠি প্রতিনিধি ॥ রাজাপুরে বিএনপি ও যুবদলের পৃথক সমাবেশ ডাকাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের বিভক্তির জের ধরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছে।জানা গেছে, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও স্থানীয় মনোনয়নপ্রত্যাশীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজাপুর উপজেলা বিএনপির সমাবেশ আয়োজন করা হয়। আয়োজনের প্রধান অতিথি হিসেবে রাখা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে। আয়োজনের ঘোষণা পাঁচ দিন আগে দেওয়া হলেও এতে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নাম ছিল না।
অন্যদিকে, রফিকুল ইসলাম জামালের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা যুবদল একই দিন, সময় ও স্থানে সমাবেশ ডাকার ঘোষণা দেয়। জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্যসচিব আনিচুর রহমানকে অতিথি হিসেবে উল্লেখ করা হলেও রবিউল তুহিন জানিয়েছেন, এ সমাবেশ সম্পর্কে তিনি অবগত নন।
যুবদলের সদস্যসচিব সৈয়দ নাজমুল হক বলেন, “আমরা অনেক আগে থেকেই সমাবেশের পরিকল্পনা করেছিলাম, কিন্তু বর্ষার কারণে পিছিয়েছে। এক সপ্তাহ আগে অনুমতির জন্য আবেদন করেছি। বিএনপি গ্রুপ আমাদের বাধা দিতে চাইছে।”
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন জানান, তিনি বিএনপির সমাবেশ সম্পর্কে জানেন, তবে যুবদলের আয়োজন সম্পর্কে অবগত নন।
মঙ্গলবার দিনভর ও রাতে উভয় পক্ষের মোটরসাইকেল মহড়া, পোস্টারিং ও শোডাউনের ফলে রাজাপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন বুধবার (১৩ আগস্ট) রাত ১২টা পর্যন্ত সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।
মতামত দিন