জেলার খবর

পানছড়িতে সেনাবাহিনীর সোলার পানি প্রকল্পে মানুষের স্বস্তি

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রেজামনি পাড়া ও কারিগরপাড়ার মানুষরা দীর্ঘদিন বিশুদ্ধ পানির জন্য ভোগান্তিতে ছিল। ঝিরি ও কূপ থেকে পানি সংগ্রহ করতে হতো, যা কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ ছিল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের উদ্যোগে সোলার প্যানেলনির্ভর টেকসই সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

প্রকল্প উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি বলেন, সেনাবাহিনী পাহাড়ে শান্তি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা পূরণেও কাজ করছে। সেনাপ্রধানের নির্দেশনায় স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জোন কমান্ডারসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। স্থানীয়রা নতুন পানির ব্যবস্থা পেয়ে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন—“এ প্রকল্প আমাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ঘরে বসেই আমরা বিশুদ্ধ পানি পাচ্ছি।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পাহাড়ি জনজীবনে উন্নয়নের নতুন ধারা স্থাপন করবে।

মতামত দিন