জেলার খবর

পাগলা মসজিদের দানবাক্সে ড.ইউনূস ও শেখ হাসিনাকে নিয়ে ভক্তরা যা লিখলেন

ডেস্ক রিপোর্ট ॥ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও মিলল কোটি টাকার সমপরিমাণ অর্থ। তবে এবার চমক হিসেবে পাওয়া গেল রাজনৈতিক বার্তাযুক্ত একাধিক চিরকুট। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়।

মসজিদ কমপ্লেক্সের ১৪টি দানবাক্স খুলে পাওয়া যায় ৩২ বস্তা টাকা। 
সাধারণ দানের পাশাপাশি নামে-বেনামে অসংখ্য চিঠিও পাওয়া যায়। এর মধ্যে একটি চিঠিতে লেখা রয়েছে— ‘হে পাগলা বাবা তোমার দোয়ার বরকতে নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনূস সরকার, তুমি দোয়া কারো যেন নির্বাচন না হয়, দোয়া রহিল, ইতি সাধারণ জনগণ।’

এছাড়া অপর একটি চিরকুটে শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ করে লেখা রয়েছে— ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

দানবাক্স খোলার সময় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পর দানবাক্স খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর তা খোলা হলো। ফলে অর্থ ও দানের পরিমাণ অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি পাওয়া গেছে।

প্রত্যেকবারের মতো এবারও বিপুল নিরাপত্তার মধ্যে কার্যক্রম সম্পন্ন হয়। সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সদস্যরা মসজিদ কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্স থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকার বেশি অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।

মতামত দিন