জেলার খবর

পাঁচবিবিতে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের মৃত্যু

পাঁচবিবি প্রতিনিধি ॥ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব বিরোধের জেরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনার (৪২) লাঠিপেটায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ জুন) বিকেলে পৌর শহরের পল্লী বিদ্যুৎ মোড়ে এই ঘটনা ঘটে। নিহত কিনা দানেজপুর গ্রামের বারিকের ছেলে।

স্থানীয়দের তথ্যমতে, কয়েকদিন আগে পুটারবিল গ্রামের কামালের ছেলে আরিফ (৩০) ও কিনার মধ্যে কথাকাটাকাটি হয়। সেই বিরোধের জেরে গতকাল বিকেলে কিনাকে পল্লী বিদ্যুৎ মোড়ে দেখতে পেয়ে আরিফ পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে। এতে কিনা গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা এই হত্যাকাণ্ডকে উদ্বেগজনক বলে উল্লেখ করে, এই ধরনের সংঘর্ষ বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে শান্তি বজায় রাখতে আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন