পাঁচবিবিতে প্রশাসনের সাড়া না পেয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ইউপি সদস্য
জয়পুরহাট প্রতিনিধি ॥ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বেলপুকুর গ্রামে পুকুরের পাড় বাঁধার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পথ পার হচ্ছিলেন। বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পরও সংশ্লিষ্ট প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় এবার নিজ উদ্যোগে রাস্তাটির সংস্কার কাজে নামলেন ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল আলম বাবু।শুক্রবার (২৯ আগস্ট) সকালে তিন কিলোমিটার দীর্ঘ কর্দমাক্ত রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়। ইউপি সদস্য বাবু জানান, “আমি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছিলাম। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের কথা ভেবে নিজের অর্থায়নেই ভরাট ও ড্রেনেজের ব্যবস্থা করছি।”
স্থানীয়রা জানান, পুকুর মালিক পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় বর্ষার শুরুতেই রাস্তাটি হাঁটুসমান কাদা হয়ে যায়। বাধ্য হয়ে মানুষ পুকুরের পাড় ধরে যাতায়াত করছিলেন। এতে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো। এর আগে স্থানীয়রা সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ করতে বলেছিলেন। কিন্তু সংবাদ প্রকাশের পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
সংস্কার কাজে দুটি মেসি ট্রাক্টরের মাধ্যমে মাটি এনে ফেলা হচ্ছে এবং শ্রমিকরা মাটি সমান করে চলাচলের উপযোগী করছেন। এছাড়া পাইপ বসিয়ে পানি নিষ্কাশনেরও ব্যবস্থা করা হচ্ছে।
উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, “এবার অন্তত বৃষ্টি হলে ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া নিয়ে দুশ্চিন্তা থাকবে না। বাবু মেম্বার আমাদের পাশে দাঁড়িয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ।”
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা শফিকুল আলম কলম বলেন, “সংবাদ প্রকাশের পর প্রশাসনের সরেজমিনে আসা উচিত ছিল। জনপ্রতিনিধিরা যদি সবাই এভাবে এগিয়ে আসেন তবে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই কমে যাবে।”
শিক্ষার্থী ও গ্রামবাসীরা বলেন, শুধু জনপ্রতিনিধি নয়, প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব একসঙ্গে কাজ করা। তবে আপাতত ইউপি সদস্য বাবুর উদ্যোগে ঝুঁকি কমায় স্বস্তি ফিরে এসেছে গ্রামে।
মতামত দিন