পলাতক চেয়ারম্যানের প্রকাশ্য ক্রেস্ট প্রদান, তোলপাড় রাজনগর
মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন চেয়ারম্যান ও বহুমুখী মামলার আসামি রাহেল হোসেন প্রকাশ্যে ইউএনও’র হাতে ক্রেস্ট তুলে দিয়ে ফের আলোচনায়। পুলিশের তথ্যমতে, তিনি আত্মগোপনে রয়েছেন এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিন্তু এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় প্রশ্ন উঠছে—আসামি সত্যিই আত্মগোপনে, নাকি প্রশাসনিক নজরদারির বাইরে অবাধে চলাফেরা করছেন।গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নে নিয়মিত পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা। ফেরার সময় চেয়ারম্যান রাহেল হোসেন ও কয়েকজন সদস্য তার হাতে ক্রেস্ট তুলে দেন। মুহূর্তটির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয়দের দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তারে শৈথিল্য দেখাচ্ছে। তাদের মতে, একজন আসামি প্রকাশ্যে সরকারি কর্মকর্তার সঙ্গে ছবি তুলতে পারলে আইনের শাসন নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
এ বিষয়ে ইউএনও বলেন, চেয়ারম্যানকে এখনো বরখাস্ত করা হয়নি এবং তিনি জানতেন না যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামি গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
রাজনগর থানার ওসি মোবারক হোসেন খান জানিয়েছেন, চেয়ারম্যান হঠাৎ ইউনিয়ন পরিষদে এসে ক্রেস্ট দিয়ে চলে গেছেন। তাকে ধরা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্যও স্বীকার করেছেন, রাহেল আত্মগোপনে রয়েছেন, তবে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। ঘটনাটি প্রশাসনিক তৎপরতা ও আইন প্রয়োগের বাস্তবতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
মতামত দিন