জেলার খবর

পর্যটকদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করছে মাদারীপুর

মাদারীপুর প্রতিনিধি ॥ মাদারীপুর শহরের শকুনি লেকের পরিচ্ছন্নতা রক্ষায় উদ্যোগী হয়েছেন স্থানীয় স্ট্রিট ফুড ব্যবসায়ীরা। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা অভিযানে লেকের চারপাশ থেকে দুই শতাধিক মানুষ প্লাস্টিক বোতল, পলিথিন, চিপসের প্যাকেটসহ আবর্জনা সংগ্রহ করেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এই পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহে একবার নিয়মিত চালানো হবে। মাদারীপুর পৌরসভা লেকের চারপাশের পিলারে ডাস্টবিন বসিয়েছে এবং দোকানদাররা প্রতিটি দোকানের পাশে ঝুড়ি স্থাপন করেছেন। এতে পর্যটকরা সহজে আবর্জনা ফেলার সুযোগ পাচ্ছেন।

সাব্বির হোসেন বলেন, “আমাদের লেক আমাদের দায়িত্ব। নিজেরা যত্ন নিলে সবাই উপকৃত হবে।” মেহেদী হাসান আকাশ বলেন, “পরিচ্ছন্ন পরিবেশে খাবার খাওয়া এবং লেকের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পর্যটকদের কাছে আকর্ষণ বাড়াবে।”

মাদারীপুর পৌরসভা সচিব খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, “শকুনি লেক শহরের প্রাণ। শুধু ডাস্টবিন বসানোই নয়, ব্যবসায়ী ও দর্শনার্থীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টায় লেকটি দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন থাকবে।”

স্থানীয়রা আশা করছেন, এই উদ্যোগ লেকের সৌন্দর্য অটুট রাখতে এবং পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। লেকের এই প্রচেষ্টা শহরের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে।

মতামত দিন