জেলার খবর

পরিবারের অমতে বিয়ে, শেষ পরিণতি ভয়াবহ

মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেছে ছোট ভাই—এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। হত্যাকারী রানাকে (ছদ্মনাম) গ্রেপ্তার করা হয়েছে এবং তার স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত দা ও রক্তমাখা লুঙ্গি উদ্ধার হয়েছে।

ঘটনা ঘটে গত ৯ আগস্ট সকালে। নিহত আব্দুর রহিম রাফি (২৪) সিদ্ধেশ্বরপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ঘটনার আগের দিন রাতে ছোট ভাই ৫০০ টাকা চাইলে রাফি টাকা না দিয়ে গালিগালাজ করে। এতে ক্ষুব্ধ হয়ে পরের দিন সকালে মা ও ভাবী না থাকার সুযোগে ধারালো দা দিয়ে রাফির ঘাড়ে একাধিক কোপ মারে রানা।

ঘাতক পরে দা ধুয়ে খাটের নিচে রেখে দেয় এবং রক্তমাখা লুঙ্গিও লুকিয়ে রাখে। এরপর স্বাভাবিক আচরণ করে যেন কিছুই ঘটেনি। তবে তদন্তে উঠে আসে—টাকার বিষয় ছাড়াও দীর্ঘদিনের পারিবারিক অশান্তি, মাদ্রাসায় পড়াশোনায় অনীহা এবং ভাইয়ের শাসনকে অপছন্দ করা হত্যার পেছনের মূল কারণ।

এছাড়া, নিহত রাফির পরিবারের অমতে প্রেম করে বিয়ে করায় ভাই ও ভাবীর মধ্যে টানাপোড়েন চলছিল। এসব ঘটনার কারণে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত হত্যায় রূপ নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা জানান, নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার নম্বর-৫, তারিখ ১০ আগস্ট ২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড।

মতামত দিন