জেলার খবর

পদ্মায় ফেরি সংকট, পারাপারের অপেক্ষায় শত শত ট্রাক

রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলে তীব্র সংকট দেখা দিয়েছে। পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি ঘাটগুলোতে পারাপারে সময় দ্বিগুণ বেড়ে গেছে। এর ফলে ঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান আটকা পড়েছে।

দৌলতদিয়া ঘাটে বর্তমানে মাত্র দুটি ফেরিঘাট সচল থাকায় এ দুরাবস্থা তৈরি হয়েছে। জানা যায়, নদীভাঙনের কারণে ১, ২, ৩ ও ৫ নম্বর ঘাট আগেই অচল হয়ে পড়ে। এর মধ্যে গত এক সপ্তাহ ধরে স্রোতের কারণে বন্ধ হয়ে আছে ৬ নম্বর ঘাট। ফলে ৪ ও ৭ নম্বর ঘাট দিয়েই সীমিত আকারে ফেরি চলাচল করছে। তবে ৪ নম্বর ঘাটে সব ফেরি ভিড়তে না পারায় সমস্যার তীব্রতা আরও বেড়েছে।

সোমবার বিকালে সরেজমিন দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ক্যানাল ঘাট পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। আটকা পড়া চালক ও সহকারীরা ঘণ্টার পর ঘণ্টা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কুষ্টিয়া থেকে গাজীপুরগামী এক ট্রাক চালক জানান, “সকাল থেকে বসে আছি। ফেরির সংকট আর স্রোতের কারণে পণ্য পরিবহনে দেরি হচ্ছে। এতে আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।”

ফেরি মাষ্টাররা জানান, স্রোতের কারণে ফেরি চালাতে গিয়ে আগে যেখানে ২০-২৫ মিনিট লাগত, এখন প্রায় দ্বিগুণ সময় লেগে যাচ্ছে। এতে ফেরির ইঞ্জিন অতিরিক্ত চাপ নিচ্ছে এবং বিকল হওয়ার ঝুঁকিও রয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, “বর্তমানে ৪ ও ৭ নম্বর ফেরিঘাট সচল রয়েছে। ৩ নম্বর ঘাট মেরামতের কাজ চলছে। নৌরুটে ছোট-বড় ৮টি ফেরি চলছে। যাত্রীবাহী গাড়ি, জরুরি যানবাহন ও কাঁচামালবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করানো হচ্ছে। তবে পণ্যবাহী ট্রাককে অপেক্ষা করতে হচ্ছে।”

তিনি আরও বলেন, পদ্মায় তীব্র স্রোত স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। এতে ঘাট এলাকায় যানজট ও ভোগান্তি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

মতামত দিন