পদ্মার স্রোতে অচল ফেরি, যাত্রীরা অপেক্ষায় বন্দী
রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী হাজারো যাত্রী ও যানবাহন চালকরা তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন। পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে দুই প্রান্তের ঘাটেই লম্বা যানজট দেখা দিয়েছে।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বর্তমানে শুধু দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট সচল রয়েছে। অন্যদিকে ৩ ও ৪ নম্বর ঘাটে ফেরি ভিড়তে পারছে না। বাকি ঘাটগুলো আগে থেকেই নদীভাঙনে বিলীন হয়ে গেছে। এতে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।
সরাসরি ঘাটে গিয়ে দেখা গেছে, যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। চালক ও যাত্রীরা অভিযোগ করছেন, ফেরি সংখ্যা কম এবং কার্যত একটি ঘাট চালু থাকায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।
এদিকে গরমে ছোট বাচ্চা ও বৃদ্ধ যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়ছেন। অনেক যাত্রী অভিযোগ করেছেন, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ফেরিতে ওঠা যাচ্ছে না।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। স্রোত কমলে অতিরিক্ত ঘাট সচল করা হবে।”
সংশ্লিষ্টরা বলছেন, এই নৌপথ দেশের অন্যতম ব্যস্ততম পথ। তাই ঘাট সচল রাখতে বিকল্প ব্যবস্থা জরুরি।
মতামত দিন