জেলার খবর

পদ্মার ভাঙন ঠেকাতে ৫৫০ জিও ব্যাগ ফেলছে গোয়ালন্দ প্রশাসন

পদ্মার ভাঙন ঠেকাতে ৫৫০ জিও ব্যাগ ফেলছে গোয়ালন্দ প্রশাসনরাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় এলাকায় ভয়াবহ পদ্মা নদীর ভাঙন ঠেকাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। সোমবার সকাল থেকে এ কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান।

তিনি বলেন, "পদ্মার ভাঙন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। তাই উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত অর্থে আপাতত ৫৫০ বস্তা জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।"

টেন্ডারের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করছে মেসার্স মল্লিক এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির ঠিকাদার মো. আতিকুর রহমান বলেন, "প্রতিটি ব্যাগে ২৫০ কেজি বালু ভরা হয়েছে। সবমিলিয়ে ১ লক্ষ ৩৭ হাজার ৫০০ কেজি বালু ভাঙন এলাকায় ফেলা হবে।"

স্থানীয়রা জানান, ভাঙন পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। অনেকেই তাদের জমি ও বাড়িঘর হারিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। এ অবস্থায় জিও ব্যাগ ফেলার উদ্যোগ তাদের কিছুটা আশার আলো দেখাচ্ছে।

তবে তারা স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বলেন, পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নিতে হবে। নইলে ভাঙন রোধে এই সাময়িক ব্যবস্থা যথেষ্ট হবে না।

এদিকে ইউএনও নাহিদুর রহমান বলেন, "মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আপৎকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চাইবো ভবিষ্যতে স্থায়ী সমাধান আসুক।"

এলাকাবাসীর প্রত্যাশা, জরুরি এ উদ্যোগ তাদের ঘরবাড়ি ও জীবিকা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

মতামত দিন