পদ্মার ভাঙনে বিলীন সীমান্ত বিজিবি ক্যাম্প, নিঃস্ব শত পরিবার
ডেস্ক রিপোর্ট ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর সীমান্ত এলাকায় ভয়াবহ নদীভাঙনে স্থানীয় মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ বিজিবি ক্যাম্প নদীগর্ভে বিলীন হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।স্থানীয়রা জানান, পদ্মার ভাঙনে শত শত বিঘা আবাদি জমি ও অসংখ্য ঘরবাড়ি নদীর পেটে চলে গেছে। আতারপাড়া, বাংলাবাজারসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। হুমকির মুখে পড়েছে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামো। ফলে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন অনেক পরিবার।
ভাঙনের কারণে কেবল জমি হারানো নয়, জীবিকার উপরও পড়ছে বড় আঘাত। কৃষিজমি বিলীন হয়ে যাওয়ায় চাষাবাদে বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থায় অনেকেই কর্মসংস্থানের জন্য বিকল্প খুঁজছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, তিন মাস আগে করা সমীক্ষায় পদ্মা-গড়াই নদীর অন্তত ১৭টি স্থানে ভাঙনের ঝুঁকি চিহ্নিত হয়েছিল। বর্তমানে পানি কমার ফলে ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। জিওব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, স্থানীয় মানুষের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য স্থায়ী ও অস্থায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।
স্থানীয়দের দাবি, ভাঙন ঠেকাতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ না নিলে গোটা চিলমারী ইউনিয়ন হুমকির মুখে পড়বে।
মতামত দিন