পদ্মার তীব্র স্রোতের ধাক্কায় বাল্কহেড ডুবি
রাজবাড়ী প্রতিনিধি ॥ দৌলতদিয়ায় পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে সোমবার বিকেলে একটি বালুবাহী বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটে। ঘটনায় কেউ হতাহত হয়নি। বাল্কহেডে থাকা সুকানি, সহকারী ও দুই শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে ঘাটে ফিরিয়ে আনে।স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বাল্কহেডটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে বালি নিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে আসছিল। ৭ নম্বর ফেরিঘাটের কাছে এসে তীব্র স্রোতের কারণে বাল্কহেডটি বালুর চরে আটকে পড়ে এবং পেছনের অংশ তলিয়ে যায়। এতে থাকা কর্মীরা নিজে বের হতে পারছিল না। স্থানীয়রা ইঞ্জিনচালিত ট্রলার ব্যবহার করে দ্রুত তাদের উদ্ধার করেন।
ঘাট এলাকার মুদি দোকানি মোবারক বলেন, নদীতে অদক্ষ লোক দিয়ে বাল্কহেড চালানো হলে এমন দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটতে পারে। তিনি বলেন, আজকের দুর্ঘটনাটিও একই কারণে ঘটেছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি। পদ্মার তীব্র স্রোতই মূলত দুর্ঘটনার কারণ। পুলিশ ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নিতে শুরু করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, নদীতে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও সতর্কতার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাছাড়া মালবাহী বাল্কহেড ও নৌকা চালকদের নিরাপদ চলাচলের জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন