জেলার খবর

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীতে বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে র‍্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালীর শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ পারভেজ খোকন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহরিয়ার সজিব মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুন আর রশিদ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু, দপ্তর সম্পাদক মোঃ মুনিম আহম্মেদ, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীর, সদস্য সচিব মু. নিয়াজ আকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শাকিল মাহমুদ, কৃষক দলের সদস্য সচিব আল ইমরান বিপ্লব, ছাত্রদলের আহ্বায়ক সোহাগ মাহমুদ ও সদস্য সচিব আজিজ মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা দলের ইতিহাস ও স্বেচ্ছাসেবক দলের অগ্রগতির দিকে গুরুত্ব আরোপ করেন। এছাড়া স্থানীয় যুবসমাজ ও নেতাকর্মীদের মধ্যে একতা ও সংহতির বার্তা প্রদান করা হয়। তারা বলেন, দলীয় শৃঙ্খলা ও নীতির প্রতি প্রতিশ্রুতি বজায় রাখা অপরিহার্য। অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনসাধারণের সাথে দলের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে দিনটি উদযাপন করা হয়।

এভাবে রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের মাধ্যমে রাজনৈতিক ঐক্য, সমবায় উদ্যোগ এবং স্থানীয় নেতাকর্মীদের উৎসাহ ও সক্রিয়তা প্রদর্শিত হয়েছে।

মতামত দিন