পটুয়াখালীতে নদী তীরে মাটি কাটায় ঝুঁকিতে শতাধিক বাড়ি
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার এলাকার শতাধিক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক অবৈধ মাটি কাটার কারণে মারাত্মক ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল রাতের আঁধারে ভেকু ও ডাম্পার দিয়ে নদীর তীর থেকে প্রতিদিন বিপুল পরিমাণ মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছে।এতে নদীর পাড় ধসে পড়ছে, সড়কে ফাটল দেখা দিয়েছে এবং বাজারের একাংশ নদীতে বিলীন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ী মকবুল হোসেন হাওলাদার বলেন, “যেকোনো সময় পুরো বাজার নদীতে চলে যেতে পারে।” অভিভাবকদের আশঙ্কা, কাছাকাছি মাদ্রাসার ভবন ধসে গেলে শত শত শিক্ষার্থী বিপদে পড়বে।
স্থানীয় জাকির হোসেন বলেন, “আমাদের বাড়িঘরও ঝুঁকিতে পড়েছে। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ হয়নি।” স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
অভিযোগের বিষয়ে লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন মৃধা জানান, “আমি পৈতৃক জমি বিক্রি করেছি, এখন যারা কিনেছে তারাই মাটি কাটছে। প্রতিপক্ষরা আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব ছড়াচ্ছে।”
অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর বলেন, অনুমতি ছাড়া কোনোভাবেই মাটি কাটার সুযোগ নেই। শিগগিরই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, “এভাবে মাটি কাটলে বেড়িবাঁধ ঝুঁকিতে পড়বে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের মতে, দেরি হলে ভয়াবহ নদী ভাঙন ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হবে।
মতামত দিন