জেলার খবর

নোয়াখালী কারাগার থেকে দেয়াল বেয়ে পালানোর চেষ্টা আসামীর

নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালী জেলা কারাগারে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। মাত্র একদিন আগে ৫৪ ধারায় গ্রেপ্তার হওয়া এক হাজতি মো. তানিম কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন। ১৯ বছর বয়সী তানিমের এই সাহসী প্রয়াস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। কারাগার সূত্রে জানা যায়, তানিম জেল সুপারের বাসার পাশের কর্নার দিয়ে ১৮ ফুট উঁচু দেয়াল বেয়ে ওপরে ওঠে। তবে চূড়ান্তভাবে পালাতে পারেননি। কারা পুলিশের তৎপরতায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়।

ঘটনার ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কারাগারের দেয়ালের উপরে একজন ব্যক্তি উঠে পড়েছেন এবং নিচে কারা কর্মীরা তাকে আটকে ফেলার চেষ্টা করছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে নিরাপত্তা ব্যর্থতা নিয়ে নানা আলোচনা শুরু হয়।

জেল সুপার আব্দুল বারেক নিশ্চিত করেছেন, “ঘটনাটি সত্য। তবে ওই যুবক মানসিকভাবে অসুস্থ এবং দীর্ঘদিন ধরে এমন সমস্যা রয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

স্থানীয় বাসিন্দাদের মতে, এই ঘটনা কারাগারের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন নবাগত হাজতি কীভাবে এমন নিরাপত্তা বলয় ভেদ করে দেয়ালের ওপরে উঠতে সক্ষম হল?

ঘটনার পর কর্তৃপক্ষ সতর্কতা জোরদার করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থার তদারকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মতামত দিন