জেলার খবর

নোয়াখালীতে ভোটার হতে এসে দালালসহ রোহিঙ্গা নাগরিক আটক

নোয়াখালী প্রতিনিধি ॥ জাল কাগজপত্রে রোহিঙ্গাকে ভোটার বানাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক চিহ্নিত দালাল বেলায়েত হোসেন। মঙ্গলবার (৩ জুন) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিসে এই ঘটনা ঘটে। এ সময় আটক করা হয় রোহিঙ্গা নাগরিক নুরুল আমিনকেও।

স্থানীয় সূত্রে জানা যায়, দালাল রাজু চট্টগ্রামে থেকে রোহিঙ্গাদের পরিচয়পত্র জাল করে বিভিন্ন এলাকায় ভোটার বানিয়ে থাকেন। রাজুর কাকা বেলায়েত হোসেন এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টায় তারা নির্বাচন অফিসে গেলে অফিসকর্মীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে ধরা পড়ে পুরো ঘটনা।

নুরুল আমিন জানান, রাজু তাকে দুপুরে এনে কাকার (বেলায়েত) হাতে তুলে দেন। তারাই জন্মসনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ তৈরি করে দিয়েছেন। নুরুলের মতে, আরও অনেক রোহিঙ্গা একইভাবে ভোটার হওয়ার চেষ্টা করছে।

ঘটনার পর অফিস থেকে থানা পুলিশকে জানানো হয়। থানায় নেওয়ার পরও রাজু পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ওসি মোরশেদ আলম। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনার পর সোনাইমুড়ীতে নির্বাচন প্রক্রিয়া ও নিরাপত্তা আরও কঠোর করার আহ্বান জানান সচেতন মহল।

মতামত দিন