জেলার খবর

নোয়াখালীতে প্রবাসী যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত

নোয়াখালী প্রতিনিধি ॥ চাঁদা না দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ হামলার শিকার হয়েছেন প্রবাসী যুবক মো. সালাউদ্দিন ওরফে রিদন (৩২)। স্থানীয় মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ হামলায় তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুরের কন্ট্রাক্টর পোল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগীর মামা আব্দুল কাদের জানান, রিদন দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় থাকতেন। দেশে ফেরার পর তিনি আলীপুরের কিছু জমি বিক্রি করেন। এরপর থেকে স্থানীয় রকি, সোহাগ, রাহাত, ফাহাদ ও জাকের তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তিনি অস্বীকৃতি জানালে তারা হুমকি দিতে থাকে। বিরোধ এড়াতে রিদন ভাড়া বাসায় থাকলেও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাননি।

শনিবার সকালে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কন্ট্রাক্টর পোল এলাকায় তার ওপর হামলা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে কবজি কেটে ফেলে। পাশাপাশি নগদ ৫ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। তবে এলাকাবাসী জানিয়েছেন, তারা সবাই চিহ্নিত মাদক কারবারি।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, “আমরা ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ভুক্তভোগীর পরিবার মামলা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন