নোয়াখালীতে প্রধান শিক্ষক-সহকারি শিক্ষিকার আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড়
নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর নোয়াখালী সদর পূর্ব ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার (১৮ আগস্ট) অভিভাবকরা বিদ্যালয়ে এসে ভিডিওটির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করলে প্রধান শিক্ষিকা জাকিয়া বেগম সহকারি শিক্ষিকাকে স্কুলে আসতে নিষেধ করেন।ভিডিওতে প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলাল ও সহকারি শিক্ষিকা গুলশান আরা বেগমের ব্যক্তিগত কর্মকাণ্ড দেখা গেছে। প্রধান শিক্ষক দাবি করেছেন, গুলশান তার দ্বিতীয় স্ত্রী। তিনি জানান, ভিডিওটি আগে চুরি হয়ে যায় এবং পরে একটি চক্র ব্ল্যাকমেইল করতে থাকে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, শিক্ষকরা শিক্ষার্থীদের মানবিক শিক্ষা দেওয়ার দায়িত্বে থাকলেও ব্যক্তিগত জীবনে এমন অশ্লীল কর্মকাণ্ডে জড়িত হয়ে সমাজে নেতিবাচক প্রভাব ফেলছেন। এটি শিক্ষক সমাজের জন্য লজ্জার বিষয় হিসেবে ধরা হচ্ছে।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবীব জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয় প্রশাসন শিক্ষিকার জন্য ছুটি অনুমোদন করেছে যাতে পরিস্থিতি শান্ত থাকে।
স্থানীয় অভিভাবকরা আশা করছেন, প্রশাসন দ্রুত যথাযথ তদন্ত পরিচালনা করে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি নৈতিক শিক্ষা নিশ্চিত করবে।
মতামত দিন