জেলার খবর

নোয়াখালীতে চেক ডিজঅনার মামলায় সাবেক ছাত্রদল নেতার গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাবেক ছাত্রদল নেতা আব্দুল আজিজ নভেলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতের দিকে চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রাম থেকে আটক করা নভেলকে বৃহস্পতিবার নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত জামিন দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, নভেল প্রতিবেশি আবু ছায়েদের কাছ থেকে দুটি চেক দিয়ে বড় অংকের টাকা নিয়েছিলেন এবং ঘর বন্ধক রাখার পর গোপনে তা বিক্রি করে দেন। ভাড়াটিয়া বিষয়টি আবু ছায়েদকে জানালে চেক নগদায়নের চেষ্টা করা হয়। ২০২৫ সালের ৭ মে রুপালী ব্যাংকের বসুরহাট শাখায় গিয়ে জানা যায়, নভেলের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই।

চেক ডিজঅনার হওয়ার পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, “ওয়ারেন্ট অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।”

মামলার ধারার বেল এবল হওয়ায় (মেটার অফ ট্রায়াল) আদালত তাকে জামিন দিয়েছেন। এ ঘটনায় এলাকায় প্রতারণা থেকে সতর্ক থাকার বার্তা গেছে। স্থানীয়রা বলেন, এটি স্থানীয় ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

মতামত দিন