নোয়াখালী হাসপাতাল রোডে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা
নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে নিউ এশিয়া ফার্মেসিতে চুরির ঘটনায় সিসি ক্যামেরায় ধরা পড়েছে এক চোরের ছবি। ফুটেজে দেখা যায়, মুখে গামছা পেঁচিয়ে দোকানে প্রবেশ করছে ব্যক্তি।ফার্মেসির মালিক মোর্শেদ আলম জানান, দোকান থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় ৮ লাখ টাকার ওষুধসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে। তিনি বলেন, “চোরেরা সিসি ক্যামেরা নষ্ট করার চেষ্টা করলেও একটি ফুটেজে তাদের একজনকে দেখা গেছে।”
ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “আমরা তদন্ত শুরু করেছি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।”
এদিকে, এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা জানান, গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার না করায় চোরচক্র বারবার সক্রিয় হচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশের পাশাপাশি দোকান মালিকদেরও সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, হাসপাতাল রোডের মতো গুরুত্বপূর্ণ স্থানে রাতে পুলিশি টহল ও নজরদারি না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
মতামত দিন