জেলার খবর

নোয়াখালীতে ওজনে কারচুপি করায় দুই ফিলিং স্টেশন দণ্ডিত

নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দত্তেরহাট পায়রা ও সোনাপুর ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওজনে কারচুপি করার দায়ে দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে। অভিযানে স্থানীয় বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে দায়িত্বরতরা আদালতে দায় স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। আদালত তাদের ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয় এবং অনাদায়ে নির্দিষ্ট সময়ের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ প্রদান করে।

নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাঈল বলেন, এই ধরনের অভিযান ফিলিং স্টেশনে সতর্কতা বৃদ্ধিতে সাহায্য করবে। তিনি জানান, অভিযুক্তরা ভবিষ্যতে কারচুপি এড়িয়ে সঠিক ওজনের জ্বালানি সরবরাহের অঙ্গীকার করেছেন।

জেলার অন্যান্য ফিলিং স্টেশনকেও নিয়মিত তদারকি ও অভিযান চালানো হবে। জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে জনগণকে সঠিক ও নিরাপদ জ্বালানি নিশ্চিত করতে কাজ করছে। এ ধরনের অভিযান ভোক্তা অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভ্রাম্যমাণ আদালতের এই পদক্ষেপে ফিলিং স্টেশনগুলোতে সতর্কতা বৃদ্ধি পাবে এবং সঠিক ওজনের জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, ভবিষ্যতে জ্বালানি সংক্রান্ত অনিয়ম ও কারচুপি প্রতিরোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

মতামত দিন