জেলার খবর

নোয়াখালীতে একই রাতে দুটি ডাকাতির ঘটনায় আতঙ্কে পুরো এলাকা

নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর সদর ও সোনাইমুড়ী উপজেলায় একই রাতে সংঘটিত হয়েছে দুটি ভয়াবহ ডাকাতি। ডাকাতরা নগদ ১৩ লাখ টাকা, সিগারেটসহ প্রায় ৪০ লাখ টাকার সম্পদ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে ঢোকে ৬-৭ জনের ডাকাত দল। তারা পরিবারের সবাইকে জিম্মি করে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ২ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নেয়। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে।

এরপর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কালিতারা বাজার এলাকার জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরিতে হানা দেয় আরও একটি ডাকাত দল। প্রায় ১০-১২ জনের ওই ডাকাতদল প্রথমে ফ্যাক্টরির প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার সিগারেট লুট করে নেয়।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, ফ্যাক্টরির ঘটনাটি তদন্ত চলছে এবং ভুক্তভোগীদের লিখিত অভিযোগ নেয়ার প্রস্তুতি চলছে। সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, ডাকাতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, একই রাতে দুটি বড় ডাকাতি হওয়ায় মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, রাতের টহল আরও জোরদার করা এবং দ্রুত ডাকাতদের গ্রেফতার নিশ্চিত করা হোক।

মতামত দিন