জেলার খবর

নোয়াখালীতে উচ্ছেদকৃত ব্যবসায়ীরা পুনর্বাসন চান, আন্দোলনের হুঁশিয়ারি

নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালী পৌরসভার সোনাপুরে যাত্রী চাউনি নির্মাণ নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করেছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার সচিব মো. আলাউদ্দিন বলেন, ব্যবসায়ীদের অভিযোগ ভিত্তিহীন। খালপাড় ও সড়কের পাশে স্থানীয় মানুষের সুবিধার্থে যাত্রী চাউনি নির্মাণ করা হচ্ছে।

তিনি জানান, জনস্বার্থেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে এলাকায় যাত্রীদের বসার স্থান তৈরি হবে এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় থাকবে। খাল ভরাট করে জায়গা দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, তারা খাল খননের সময় দোকান ভেঙে দিয়েছিলেন, কিন্তু প্রশাসন তাদের পুনর্বাসন করেনি। এখন খালি জায়গা বালি ফেলে ভরাট করে যাত্রী চাউনি নির্মাণ করা হলেও এর আড়ালে দখলদার চক্র সক্রিয়। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জনস্বার্থের আড়ালে ব্যক্তিস্বার্থ রক্ষা করা হচ্ছে।

এ ঘটনার কারণে সোনাপুর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, প্রকৃত জনস্বার্থ রক্ষা করা হলে তারা সহযোগিতা করবেন, তবে নতুন দখল কার্যক্রমের সঙ্গে তারা কোনোভাবেই একমত নন।

পর্যবেক্ষকদের মতে, বিষয়টি পরিষ্কার না হলে জনস্বার্থ ও ব্যবসায়ী স্বার্থের দ্বন্দ্ব আরও জটিল আকার ধারণ করতে পারে। ফলে পৌর কর্তৃপক্ষের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

মতামত দিন