নুরাল পাগলের দরবারে হামলা: রাজবাড়ীতে উত্তেজনা, দুইজনের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের মরদেহ দাহ ও দরবারে হামলার ঘটনায় দুইজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবারের সংঘর্ষের প্রেক্ষিতে গোয়ালন্দ ও আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, নুরাল পাগল ১৯৮০-এর দশকে নিজ বাড়িতে দরবার শরীফ প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজেকে ইমাম মাহদী দাবি করেছিলেন। তার কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে বিতর্ক চলছিল।
৫ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশের পর মিছিল বের হয়। মিছিলকারী দল নুরাল পাগলের দরবারে হামলা চালায়। পাল্টা প্রতিরোধে সরব হন দরবারের ভক্তরা। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের পর জনতা মরদেহ তুলে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ২২ জনকে ভর্তি করা হয় এবং তাদের মধ্যে ১৯ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সংঘর্ষের সময় প্রশাসনের গাড়ি ও পুলিশের যানবাহন ভাঙচুর করা হয়। গোয়ালন্দে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন