জেলার খবর

নুরাল পাগলা দরবার মামলায় আরও চারজন গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে সংঘটিত সহিংস ঘটনায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় অজ্ঞাত ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়, যাতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পরপরই গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব জানান, আদালতে সোপর্দকৃত আসামিদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি বলেন, “সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসন জানিয়েছে, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

মতামত দিন