নিয়ম ভঙ্গের অভিযোগে উত্তপ্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাট
নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে পণ্য ওঠানো-নামানোর কাজে প্রতিবন্ধকতার অভিযোগ ঘিরে শ্রমিক ও সি-ট্রাক চালকের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শ্রমিকদের আয়োজিত মানববন্ধনে এ বিরোধ প্রকাশ্যে আসে।শ্রমিকদের অভিযোগ, এস.টি সৈবাল সি-ট্রাকের চালক আফজাল হোসেন নিয়ম ভঙ্গ করে সবসময় পল্টনের পাশে সি-ট্রাক রাখেন। এর ফলে মাল ওঠানো-নামানোর সময় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, “আমাদের সি-ট্রাকের সঙ্গে কোনো সমস্যা নেই। আমরা শুধু চাই, অলস সময়ে সি-ট্রাক নদীতে নোঙর করে থাকুক। এতে আমরা নির্বিঘ্নে কাজ করতে পারব।”
এ সময় চেয়ারম্যান ঘাটের ইজারাদার আমিনুল ইসলাম মতিন একই অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, “সি-ট্রাক এখানে যাত্রী নামাবে, উঠাবে। কিন্তু যাত্রী না থাকলে নদীতে নোঙর করে থাকার নিয়ম। আফজাল মাস্টার ইচ্ছে করে এ নিয়ম ভঙ্গ করছেন। এ নিয়ে শ্রমিকদের ভোগান্তি বাড়ছে।” তিনি আরও অভিযোগ করেন, চালক আফজাল সত্য-মিথ্যার আশ্রয় নিয়ে নিয়মিত তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
তবে আফজাল হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, নদীতে সি-ট্রাক নোঙর করা নিরাপদ নয়। এ কারণেই তিনি পল্টনের সঙ্গে সি-ট্রাক রাখেন।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তারা দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মতামত দিন