জেলার খবর

নিষেধাজ্ঞা উপেক্ষায় হাওরের পরিবেশ পড়ছে সংকটে

সিলেট প্রতিনিধি ॥ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় জারি করা নিষেধাজ্ঞা মানছে না হাউসবোট মালিক ও পর্যটকরা। জেলা প্রশাসনের ২২ জুন জারিকৃত নির্দেশনায় ওয়াচ টাওয়ার ও সংরক্ষিত এলাকায় হাউসবোট প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলেও বাস্তবে সেটি মানা হচ্ছে না।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, হাওরের সংরক্ষিত এলাকায় হাউসবোট চলাচল রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, হাউসবোটগুলো রাতের আঁধারে ওয়াচ টাওয়ারের আশপাশে নোঙর করছে। এমনকি কিছু পর্যটক টাওয়ারে উঠে পানিতে ঝাঁপ দিচ্ছেন, উচ্চ শব্দে গান বাজিয়ে পরিবেশ দূষণ করছেন।

এইসব কার্যক্রম শুধু জীববৈচিত্র্য নয়, হাওরের নীরবতা ও পরিবেশগত ভারসাম্যকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। হাওরে অবস্থানরত হিজল-করচ গাছের ওপরের অংশে পর্যটকদের ওঠা, গাছের ডাল ভাঙা কিংবা বনজ সম্পদ সংগ্রহ, এসবই নির্দেশনা লঙ্ঘনের আওতাভুক্ত। অথচ পর্যটক ও নৌকা মালিকরা তা অবলীলায় উপেক্ষা করছেন।

স্থানীয়রা বলছেন, পর্যটনের নামে হাওর ধ্বংস করা হচ্ছে। একদিকে যেমন গাছপালা ধ্বংস হচ্ছে, অন্যদিকে বিভিন্ন পাখি ও জলজ প্রাণীর আবাসস্থলও নষ্ট হচ্ছে। দীর্ঘ মেয়াদে এর ফলাফল হতে পারে ভয়াবহ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন পরপর অভিযান চালানো হলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তারা চাইছেন, প্রশাসন নিয়মিত নজরদারি, জরিমানা ও আইন প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুক।

হাওরের জীববৈচিত্র্য রক্ষা করতে হলে পর্যটকদের জন্য নির্ধারিত রুট, নৌকা পার্কিং জোন এবং কঠোর ভ্রমণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি।

মতামত দিন