নিষিদ্ধ আওয়ামী লীগের শোকসভা, টেকনাফে গ্রেফতার ৬
কক্সবাজার প্রতিনিধি ॥ টেকনাফে বঙ্গবন্ধুর শোক দিবস পালনের অভিযোগে আওয়ামী লীগের ৬ জন নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার গোদারবিল এলাকার একটি মসজিদে শোক দিবস ও কাঙ্গালী ভোজের আয়োজন করলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতেই পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ছয় নেতাকে আটক করে।আটক ব্যক্তিরা হলেন— উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, সহ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তারেক মোহাম্মদ রনি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শফি উল্লাহ, শফিকুর রহমান ও যুবলীগ নেতা সৈয়দ আলম। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি গিয়াস উদ্দিন বলেন, “টেকনাফে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নামে শোক দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল। খবর পাওয়ার পরপরই আমরা অভিযান চালাই। আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এই অভিযানে আরও কিছু নাম পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়েও তারা প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে, যা প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক প্ররোচনা বলেও দাবি করছেন।
মতামত দিন