নির্বাচনী ক্ষোভে মহাসড়ক অবরোধ, পণ্যবাহী ট্রাক স্থবির
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বিজয়নগর উপজেলায় চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ স্থানীয়রা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।উল্লেখ্য, নির্বাচন কমিশন সম্প্রতি দেশের ৩৯টি আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে। নতুন গেজেটে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, তাদের ভোটাধিকার ও উপজেলা অখণ্ডতা রক্ষার জন্য এ আন্দোলন করা হচ্ছে। তবে যাত্রীরা বলছেন, মহাসড়কে অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা সমাধান নয়।
যাত্রী মাহাবুবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে আইনশৃঙ্খলা আছে বলে মনে হয় না। ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ, অথচ প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।”
বাসচালক রফিকুল মিয়া বলেন, “দাবি থাকলে তা অফিস বা আদালতের মাধ্যমে জানানো যেতে পারে। মহাসড়কে অবরোধ করে হাজার হাজার মানুষের কষ্ট দেওয়া কেন?”
বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, “অবরোধের কারণে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।”
বিজয়নগরের প্রায় ৬০ হাজার ভোটারের ওপর এ সীমানা পরিবর্তনের প্রভাব পড়বে। স্থানীয়রা আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে যাত্রী ও চালকরা এ ধরনের আন্দোলন থেকে দ্রুত মুক্তি চান।
মতামত দিন