জেলার খবর

নাস্তার অজুহাতে তরুনের হাত ধরে স্ত্রী উধাও, প্রবাসীর চোখে জল

বরিশাল প্রতিনিধি ॥ গৌরনদীর সরিকল গ্রামে এক প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার ঘটনায় গ্রামে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনায় স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির অভিযোগও উঠেছে।

দুবাই প্রবাসী মিরাজ শরীফ জানান, নয় বছর আগে একই বংশের সিরাজ শরীফের মেয়ে শান্তা আক্তার মনিকে বিয়ে করেন। তাদের সাত বছরের একটি ছেলে রয়েছে। তবে চলতি বছরের জুনে দেশে ফেরার পর তিনি জানতে পারেন, শান্তার সাথে মুন্সীগঞ্জের বাসিন্দা আরিফুল ইসলামের অবৈধ সম্পর্ক রয়েছে।

পরিবারের উপস্থিতিতে শান্তা স্বীকারোক্তি দিয়ে মুচলেকা দেন যে তিনি আর এ ধরনের সম্পর্ক রাখবেন না। এরপর কিছুদিন সংসার স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু ৭ আগস্ট সকালে শান্তা মাদ্রাসায় ছেলের জন্য নাস্তা নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।

দুপুরে শান্তা তার বাবাকে ফোন দিয়ে জানান, তিনি আরিফুলের সাথে মুন্সীগঞ্জে আছেন। মিরাজের অভিযোগ, বাসা থেকে চার ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনও নিখোঁজ রয়েছে।

ঘটনাটি গ্রামে জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ এটিকে দাম্পত্য কলহের চরম রূপ বলে অভিহিত করছেন, কেউবা প্রবাসী স্বামীদের প্রতি অবিচার হিসেবে দেখছেন।

মিরাজ গৌরনদী থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

মতামত দিন