নানীকে খুঁজতে গিয়ে পানিতে ঝরে গেল প্রাণ
টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইলের গোপালপুরে পাঁচ বছরের শিশু আব্দুল্লাহ পানিতে ডুবে মারা গেছে। নিখোঁজের একদিন পর বুধবার সকালে তার লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়।আব্দুল্লাহ গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তরপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হবুর একমাত্র সন্তান। জীবিকার জন্য তার বাবা-মা ঢাকায় থাকেন। ফলে সে নানা আজাদের কাছে গ্রামের বাড়িতেই থাকত।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে আজাদের স্ত্রী শামুক আনতে ডোবায় যান। তবে সেদিন তিনি নাতি আব্দুল্লাহকে সঙ্গে নেননি। শিশুটি একসময় নানীকে খুঁজতে গিয়ে ডোবার পাড়ে পৌঁছে যায়। এরপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়।
দিনভর খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি দিয়ে খোঁজার আহ্বান জানানো হয়।
পরদিন সকালে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির ভাসমান লাশ দেখতে পান গ্রামবাসী। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহ উদ্ধার করেন।
গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "শিশুটি দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।"
এদিকে এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটির একমাত্র সন্তান হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা-মা।
মতামত দিন