নবাবগঞ্জে ৭০০ গ্রাম গাঁজাসহ আটক মাদক কারবারি
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ওসি মো. আ. মতিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।থানা সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫ মিনিটের দিকে বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুর (সেন্টারপাড়া) এলাকা থেকে মো. নাজমুল হুদা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৭০০ গ্রাম। এ সময় পুলিশ দ্রুত তাকে থানায় নিয়ে আসে এবং পরে সকাল ১০টা ৫ মিনিটে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এ বিষয়ে ওসি আ. মতিন বলেন, “আমরা জিরো টলারেন্স নীতি অনুসারে মাদক বিরোধী অভিযান চালাচ্ছি। মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ যুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত হতে হবে।”
পুলিশের এই সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে। এলাকাবাসী বলছে, এ ধরনের অভিযান চালিয়ে গেলে সমাজ মাদকমুক্ত হতে অনেকাংশেই সহায়তা করবে।
মতামত দিন