নওগাঁ ইউএনও’র বিরুদ্ধে দালালিমূলক নিয়োগের অভিযোগ
নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁ সদর উপজেলায় খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা। পার্ক ভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিলকপুর ইউনিয়নের আবেদনকারী লিটন হোসেন রুবেল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি দাবি করেন, আবেদন জমার পর ইউনিয়ন পর্যায়ে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী যাঁরা যোগ্য ছিলেন, তাদের নাম থেকে অসদাচরণের মাধ্যমে সরিয়ে রাখা হয়েছে।তিনি অভিযোগ করেন, ইউএনও ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার চুক্তিপত্র ও কাগজপত্র নিয়ে গণ্ডগোল করে অযোগ্য ব্যক্তিদের লটারিতে বিজয়ী করা হয়েছে। এ নিয়ে সরাসরি প্রতিবাদ করলেও ইউএনও তাদের কথা শোনেননি। তারা পুনরায় সঠিক তদন্ত ও স্বচ্ছ নির্বাচনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এ বিষয়ে ইউএনও মোঃ ইবনুল আবেদীন জানান, তিনি বিষয়টি জানেন না এবং লটারির সময় স্বচ্ছতার সঙ্গে নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন