নওগাঁয় শিশু ধর্ষণ চেষ্টা: আসামির ১০ বছর সশ্রম কারাদণ্ড
নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর সাপাহারে দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজিমুদ্দিন নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো: মেহেদী হাসান তালুকদার বুধবার আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।ঘটনাটি ঘটে ২০২০ সালের ১৮ আগস্ট। সাপাহারের মির্জাপুর গ্রামের আজিমুদ্দিন একই গ্রামের দুই শিশুকে টিভি দেখার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে সে তাদের প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। শিশুদের পরিবার বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে আদালতে মামলা দায়ের করা হয়। বিচার প্রক্রিয়ায় ১৪ জন সাক্ষীর বক্তব্য নেওয়া হয়, যার ভিত্তিতে আজিমুদ্দিনের শাস্তি নির্ধারণ করা হয়।
রাষ্ট্রপক্ষের পিপি এ্যাডভোকেট রেজাউল করিম রায়কে স্বাগত জানিয়েছেন। তবে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন। শিশুদের প্রতি যৌন নিপীড়নের মতো সংবেদনশীল অপরাধে দ্রুত বিচার ও কঠোর শাস্তি সমাজে ন্যায়বিচারের বার্তা দিয়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
মতামত দিন