নওগাঁয় প্রেমের বিয়ে রূপ নিলো হত্যাকাণ্ডে!
নওগাঁ প্রতিনিধি ॥ ভালোবাসা থেকে শুরু হয়েছিল সম্পর্ক, কিন্তু শেষ হলো রক্তাক্ত পরিসমাপ্তিতে। নওগাঁ সদর উপজেলার কাঠাতলী এলাকায় বৃহস্পতিবার সকালে নিজ স্বামীর হাতে প্রাণ হারালেন তরুণ গৃহবধূ জুথি খাতুন (২৩)।জুথির বাবা ঝুন্টু প্রামানিক বলেন, “আমার মেয়ে প্রেম করে বিয়ে করেছিল। প্রথমে সব ঠিক ছিল। কিন্তু পরে জানতে পারে স্বামীর আগেই স্ত্রী আছে। সেই থেকেই অশান্তি শুরু।” তিনি আরও জানান, দীর্ঘদিন নির্যাতন সহ্য করার পর অবশেষে আদালতের দ্বারস্থ হয় জুথি।
বৃহস্পতিবার ছিল মামলার শুনানির দিন। সকালেই আদালতের উদ্দেশ্যে বের হন তিনি। কিন্তু কাঠাতলী মোড়ে পৌঁছাতেই ওঁত পেতে থাকা স্বামী তানভীর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে। একের পর এক ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জুথি। আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলায় হঠাৎ রক্তাক্ত দৃশ্য দেখে সাধারণ মানুষ আতঙ্কে পড়ে যায়। “একজন নারী আইনের শরণাপন্ন হয়েও যদি রক্ষা না পান, তবে সমাজ কোথায় দাঁড়িয়ে আছে?”—এমন প্রশ্ন তুলেছেন অনেকে।
ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি দুঃখজনক ও নিন্দনীয়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই হত্যাকাণ্ড সমাজে নারীর নিরাপত্তাহীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অনেকেই বলছেন, নারীর প্রতি সহিংসতা রোধে শুধু আইনের অস্তিত্ব নয়, কার্যকর প্রয়োগও এখন সময়ের দাবি।
মতামত দিন