জেলার খবর

নওগাঁয় পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর আত্রাইয়ে চাঞ্চল্যকর চাচা হত্যার ঘটনায় ভাতিজা বাবু ও আলিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আজিজার রহমানকে (৭০) জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়। গত ১৮ আগস্ট সন্ধ্যায় বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে ভাতিজারা লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চাচার।

ঘটনার পর নিহতের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে আজিজার রহমান খুন হয়েছেন। গ্রেফতারকৃত দুই আসামিকে নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হবে এবং বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে।

ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে। পরিবার ও এলাকাবাসী বলছে, জমি নিয়ে দ্বন্দ্বের অবসান না হলে এ ধরনের রক্তক্ষয়ী ঘটনা থামানো কঠিন হবে।

মতামত দিন