নওগাঁয় কৃষকদের কোটি টাকার ফসলহানি, নদীর পানির তাণ্ডব
নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর আত্রাই উপজেলায় বন্যার পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হওয়ায় কয়েক হাজার মানুষ পানিবন্দি, ফসল নষ্ট এবং রাস্তাঘাট ডুবে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে।পানি উন্নয়ন বোর্ড জানায়, রবিবার দুপুর পর্যন্ত আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে নদী তীরবর্তী বহু বাড়িঘর ডুবে গেছে। উপজেলার পতিসর-সমসপাড়া সড়কের প্রায় তিন কিলোমিটার পানিতে ডুবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
গ্রামীণ এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ। মাঝগ্রাম, হেঙ্গলকান্দি, পৈসাওতা, জগন্নাতপুর, ফটকিয়া, বাঁশবাড়িয়া, বিশাসহ অন্তত ১৫ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ধান, পাট, শাকসবজি ও অন্যান্য ফসল ভেসে গেছে। স্থানীয় কৃষকদের ভাষ্য, জীবনের সব সঞ্চয় বন্যার পানিতে হারিয়ে গেছে। ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, তার নিজের ১৬ বিঘার ধান ডুবে গেছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রসুলপুর, সদুপুর, লালুয়া, নন্দনালী, জগদাসসহ ৮/১০টি স্থান ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে সার্বক্ষণিক পাহারা চলছে।
উপজেলা প্রশাসনের দায়িত্বে থাকা রাণীনগরের ইউএনও রাকিবুল হাসান বলেন, জেলা প্রশাসনের নির্দেশে আত্রাই ও ছোট যমুনা নদীর বাঁধগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। প্রতিটি ঝুঁকিপূর্ণ স্থানে স্থানীয়দের মাধ্যমে পাহারা দল গঠন করা হয়েছে। প্রশাসন মানুষের পাশে আছে এবং ক্ষয়ক্ষতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে।
বিশেষজ্ঞদের মতে, পানির স্রোত অব্যাহত থাকলে ফসলের পাশাপাশি ঘরবাড়িরও ব্যাপক ক্ষতি হবে। তবে ইতোমধ্যেই বৃষ্টিপাত কমে আসায় কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন