জেলার খবর

নওগাঁয় কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন, নিহত ১

নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান (৩৫)। এই ঘটনায় শফিকুল ইসলাম নামের আরও একজন আহত হয়েছেন, যাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আকাশে হঠাৎ কালো মেঘ জমে এবং শুরু হয় তীব্র ঝড় ও বৃষ্টি। ঝড়ের মধ্যে বজ্রপাত হয়। এ সময় জিল্লুর রহমান তার জমিতে ধান শুকাতে গিয়ে হঠাৎ ঝড় দেখে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিলেন। পথে ফাঁকা মাঠে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নওফেল আলী জানান, "বিকেলে আকাশে মেঘ দেখে কৃষক জিল্লুর রহমান লোকজন নিয়ে মাঠে শুকানো ধান উঠাতে যান। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।"

মান্দা থানার ওসি মনসুর রহমান জানান, "ঝড়ের সময় বজ্রপাতে একজন কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন যুবক। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

এদিকে ঝড় ও বজ্রপাতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও প্রতিবেশীরা শোকাহত। ইউনিয়ন পরিষদ থেকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।

মতামত দিন