ধামইরহাটে প্রশ্ন ট্রাংক কেলেঙ্কারি, ওসি সহ ৬ পুলিশ প্রত্যাহার
নওগাঁ প্রতিনিধি ॥ ধামইরহাট থানায় সংরক্ষিত এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের ট্রাংক খোলা পাওয়াকে কেন্দ্র করে রাজশাহী শিক্ষা বোর্ডসহ প্রশাসনের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষায় ইতিহাস দ্বিতীয় পত্রের সেট বাতিল করা হয়েছে এবং রাজশাহী বিভাগের আট জেলায় নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলাম জানিয়েছেন, “নিরাপত্তা লঙ্ঘন হয়েছে এবং সেটটি দিয়ে পরীক্ষা নেওয়া সঠিক হবে না। তাই সেট বাতিল করে নতুন সেটে পরীক্ষা নেওয়া হবে ১৯ জুলাই।”
জেলা প্রশাসন সূত্র জানায়, ধামইরহাট থানার হাজতে থাকা অবস্থায় এক আসামি ওই ট্রাংকের তালা খুলে প্রশ্নপত্র ছিঁড়ে ফেলে। ঐ সময় থানা পুলিশের দায়িত্বে অবহেলা থাকায় প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত হয়নি। এ ঘটনার পর পরই দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় এবং পরে আরও চারজনকে বিভাগীয় শাস্তির আওতায় আনা হয়।
এএসপি শরিফুল ইসলাম বলেন, “মোট ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তদন্ত চলছে এবং দায়ী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আসামি, যিনি হাজতে থাকা অবস্থায় প্রশ্নপত্র বিনষ্ট করেছেন, তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এখন তার বিরুদ্ধে সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগেও একটি মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন জানান, “যদিও প্রশ্নপত্রগুলো উদ্ধার করা গেছে, তারপরও কয়েকটি ছেঁড়া অবস্থায় ছিল। এতে প্রমাণ হয়, নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল।”
ঘটনার পর প্রশাসন ও জেলা পুলিশ আলাদাভাবে দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতামত দিন