দৌলতদিয়ায় টিকাদানে যৌনপল্লীর মায়েদের আগ্রহ বৃদ্ধি
রাজবাড়ী প্রতিনিধি ॥ টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫ এ অংশগ্রহণের জন্য শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন সনদ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাসহ বিভিন্ন এলাকায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে।শিক্ষকরা অভিযোগ করেছেন, দিনের বেলা অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় সার্ভার ডাউন থাকায় কাজ সম্পন্ন করতে দেরি হচ্ছে। এতে শিক্ষক, অভিভাবক ও শিশুদের ভোগান্তি বাড়ছে। কেউ কেউ রাতের বেলা সার্ভার সচল থাকলে তখন রেজিস্ট্রেশন করছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। এজন্য স্থানীয় স্কুল, মাদ্রাসা এবং নির্ধারিত EPI কেন্দ্রগুলোতে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ না হলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষকরা।
শিক্ষক আমিনুল ইসলাম বলেন, “দিনের বেলা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে গেলে সার্ভার কাজ করে না। এতে একদিকে ক্লাস নষ্ট হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা টিকা নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।”
অভিভাবকরা দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ ও সার্ভার সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। অন্যথায় টিকাদান কার্যক্রম বিঘ্নিত হওয়ার ঝুঁকি থেকে যাবে।
মতামত দিন